Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

ঢাকা মহানগরের কুল ঘেশে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে দেশী শিল্প বানিজ্য ও নতুন আবাসিক এলাকায় ছিল কেরানীগঞ্জ মডেল থানা। এলাকার জনসংখ্যা এবং নাগরিকদের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষে গত ১০/১২/২০০৫ইং তারিখে ১নং বুড়িগঙ্গা সেতু তথা পস্তাগোলা ব্রীজ হইতে অনুমান ১ কিলোমিটার পশ্চিম দিকে ইকুরিয়া গ্রামে ঢাকা মাওয়া মহাসড়কের উত্তর পার্শ্বে একটি ৪ তলা ভাড়া বাড়ীতে এই থানার কার্যক্রম চলিতেছে। বর্তমানে পুলিশ পরির্দশক জনাব মোহাম্মদ বকর সিদ্দিক থানার অফিসার ইনর্চাজ হিসেবে দায়িত্ব পালন করিতেছেন। তিনি থানার প্রাপ্ত সকল ধরনের ধর্তব্য অপরাধের মামলা রজু করেন এবং তদন্তের জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য হাওলা করেন। ইহা ছাড়াও তিনি থানার সার্বিক আইন শৃঙ্খলাও সকল দাপ্তরিক কার্যাদি অধিনস্তদের মধ্যে বন্টন ও তদারকি করেন। পুলিশ পরিদর্শক তদন্ত থানায় রজুকৃত সকল মামলা কর্মরত এস আইদের নামে তদন্তের জন্য হাওলা করেন। তিনি নিজেও গুরুত্বপূর্ন মামলা তদন্ত করেন এবং সকল মামলার তদন্ত তদারিক করেন। থানার এস আইদের মধ্যে জেষ্ঠ্যে এস আই সেকেন্ট অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি তাহার অধিনস্থ সকল এস আই ও এ এস আইদের ডিউটি বন্টন ও ক্যাশ রেজিষ্টার মেইনেটেইন ও বেতন ভাতা বিতরনসহ জুনিয়র সেরেস্তার তদারকি করেন। থানার অন্যান্য অফিসারগণ কার্য বন্টন তালিকা দেখে নিজ নিজ এলাকার দায়িত্ব পালন করিয়া থাকেন।